• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রাজারহাট-তিস্তা সড়কে মিলল গুলি ও ম্যাগাজিন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২২  

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চার্জার লাইট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৯ মে) মধ্যরাতে টহল পুলিশের একটি দল পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. রাজু সরকার জানান, রাজারহাট-তিস্তা বাইপাস সড়কে উপজেলা শহর থেকে দেড় কিলোমিটার অদূরে হরিচরণ এলাকায় অবস্থিত ‘অদিতা সূধীকানন ফিলিং স্টেশন’ সংলগ্ন সড়কে পলিথিনে মোড়ানো থ্রি নট থ্রি রাইফেলের ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চার্জারগার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় আসে। রবিবার রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল দলের সদস্য এসআই শরিফুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল ইসলাম নিয়মিত টহলের অংশ হিসেবে ডিউটিরত অবস্থায় সড়কের উপর থেকে এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে কেউ এসব সড়কে ফেলে সড়কের উপর ফেলে চলে যায়।

ওসি রাজু সরকার আরো জানান, এ ঘটনায় রাজারহাট থানায় এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। উদ্ধারকৃত মালামাল কোর্টের মাধ্যমে জেলা অস্ত্রাগারে জমা দেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –