• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নাগেশ্বরীতে ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২২  

নাগেশ্বরীতে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৪ জনের কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার (৩০ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না।

এ সময় সরকারি বিধি উপেক্ষা করে অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং লাইসেন্স না থাকায় নাগেশ্বরী পপুলার ও সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ খবরে রুশা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আগেভাগেই তাদের প্রতিষ্ঠানের মুল ফটকে তালা দিয়ে পালিয়ে যায়। পরে সেটিও সিলগালা করে দেওয়া হয়।

অপরদিকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ আইন অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ৪ জন অংশীদারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দন্ডপ্রাপ্ত রোকনুজ্জামান (৩২), আল-মামুন (২৭), নাঈম সরকার (২৮) কে আটক করা হলেও আব্দুস সালাম (৩০) পালিয়ে যায়। 

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, দেশব্যাপী অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হচ্ছে এটি তারই অংশ। এ অভিযান অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –