• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে গৃহবধূর আত্মহত্যা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দুর্গম ব্রহ্মপুত্র নদের বাবুর চর এলাকায় ঘটনাটি ঘটেছে।

হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত জলন্ধারকুটির বাসিন্দা মহুবর আলী নদী ভাঙনের পর বসতবাড়ী সড়িয়ে পাশের হাতিয়া ইউনিয়নের বাবুরচর এলাকায় বসতি স্থাপন করেন। জমিজমা ভিটেমাটি হারিয়ে প্রান্তিক অবস্থায় পৌঁছানো মহুবরের পরিবারে অশান্তি লেগেই থাকত। ফলে শাহেরা ও মহুবরের মধ্যে প্রায়ই বাক-বিতণ্ডা ও মনোমালিন্যের ঘটনা ঘটত। এরই জেরে শনিবার সকালে সকালের অগোচরে ঘরের মাচার উপর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহেরা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –