• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভুরুঙ্গামারীতে বিলে জাল ফেলতেই উঠে এলো পাহারাদারের লাশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে নিখোঁজ পাহারাদার মোবারক হোসেনের লাশ জাল ফেলে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঐ উপজেলার পাইকেরছড়া ও বঙ্গসোনাহাট ইউনিয়নের পাইকেরছড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন একই উপজেলার দক্ষিণ ভরতের ছড়া গ্রামের বাসিন্দা। তিনি মাসিক ৮ হাজার টাকা বেতনে ঐ বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়ার পর রাত ৯টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। পরে সাঁতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান। সকালে বিলের পাড়ে পড়ে থাকা তার পরনের কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হয়।  পরে বিলে জাল ফেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মোবারকের লাশ উঠে আসে।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –