• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিপৎসীমার ওপরে ধরলার পানি, নিমজ্জিত ফসলের ক্ষেত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুন ২০২২  

ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ব্রহ্মপুত্রের পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওরপ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) সকালে ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

তিস্তার পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী ও রৌমারীর চরাঞ্চলের অন্তত ৫ হাজার পরিবারের বাড়িঘরে পানি উঠেছে।

এসব এলাকার আমন বীজতলা, পাট, সবজি ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন।

কুড়িগ্রাম সদর উপজেলার সারডোর, রাজারহাট উপজেলার জয়কুমার, গতিয়াশাম, উলিপুরের অর্জুন, থেতরাই, নাগেশ্বরীর রায়গঞ্জসহ অন্তত ৩০টি স্পটে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে ধরলা নদীর পানি অস্বাভাবিক গতিতে বেড়ে বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –