• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

কুড়িগ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিলো কিশোর

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় রশির ফাঁস লাগিয়ে হাসানুর রহমান (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর হাসানুর রহমান ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে হাসানুর একটি পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় তিনি কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার দুপুরে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে হাসানুর।

একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –