• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে চেক জালিয়াতির মামলায় চেয়ারম্যান গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে চেক জালিয়াতি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার জনৈক রাজন মিয়াকে কিছুদিন আগে পাওনা ১২ লাখ টাকার জন্য আকবর হোসেন হিরো চেক প্রদান করেন। কিন্তু আকবর হোসেনের অ্যাকাউন্টে টাকা না থাকায় রাজন তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় জামালপুর আদালত আকবর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরই পরিপ্রেক্ষিতে রাজিবপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে। পরে শনিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –