• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু              
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম এসাহাক আলী (৫৭)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।

স্থানীরা জানান, নিহত কৃষক এসাহাক আলী বুধবার দুপুরের দিকে তার জমির আমন বীজতলায় সেচ দেয়ার জন্য বিদ্যুৎ চালিত পাম্প ঘরে যান। সেখানে বৈদ্যুতিক সুইচ দেয়ার জন্য সুইচ বোর্ডে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীরা তার মরদেহ বাসায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –