• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে ১০০ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ শত ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টায় উপজেলায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ১০০ ঘরসহ মোট ৪৩২টি ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
 
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঘর হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু, কাশিপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

নতুন ঘর পেয়ে উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক দোয়া ও ধন্যবাদ জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –