• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পাহাড়ী ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদীর পানি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

পাহাড়ী ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদীর পানি                      
গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ী ঢলে জেলার সবকটি নদনদীর পানি ক্রমেই বাড়ছে। ফলে এসব নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানিতে তলিয়ে গেছে। তবে এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় নদনদীর পানি বেড়েছে।তবে এখনও তা বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।আপাতত বন্যার আশংকা না থাকলেও নদনদীর বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে।

এদিকে, গত তিনদিন যাবত ধরলা ও তিস্তা নদীর পানি বেশি বাড়ায় এ দুটি নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা নদীর ঘড়িয়ালডাঙা, তৈয়ব খা,দলদলিয়া ও ধরলা নদীর সদর উপজেলার যাত্রাপুর, ঘোগাদহ, হলোখানার চরশুভার কুটিসহ অন্তত ২৫টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। পাউবো ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করলেও তা কাজে আসছেনা। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুুল্ল্যাহ আল মামুন জানান, এ মুুহুর্তে  নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও এখন কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র  থেকে তীব্রতর হচ্ছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –