• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২  

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা           
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.কে.এম জাকির হোসেন, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌরমেয়র মো.কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত সমাজকর্মী অধ্যক্ষ এসএম আব্রাহাম লিংকন প্রমুখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সূধীজনের উপস্থিতিতে মতবিনিময় সভায় সম্ভাব্য চাহিদা বিবেচনা করে কুড়িগ্রাম কৃষি বিশ^বিদ্যালয়ের জন্য ৪টি স্থানকে সুপারিশ করা হয়। স্থানগুলো হচ্ছে, নালিয়ার দোলা, দাশেরহাট ছড়া, টগরাইহাট ও গর্ভের দোলা।

অনুষ্ঠানে নাগরিক সমাজের নিরপেক্ষ ব্যক্তিরা জানান, কুড়িগ্রাম জেলা শহরকে বাঁচিয়ে রাখতে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে জেলা শহর অতিক্রম করে যেন কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গঠিত কৃষি বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য ৪টি স্থান সরজমিনে পরিদর্শন ওযাচাই-বাছাই পূর্বক পরবর্তী সভায় বিষয়টি উপস্থাপন করবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –