• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ডিলারের জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জোড়গাছ বাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় সার ব্যবসায়ী মো. জাহেদুল ইসলামের ম্যানেজার মো. নুর আলমকে ২০ হাজার টাকা ও একই অপরাধে ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এসময় চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –