– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান ৯৯৯-এ ফোন করলেই সেবা দিচ্ছে পুলিশ: আইজিপি দূর্গাপূজা উপলক্ষে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা রংপুর মহানগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান পরিচালনা গাইবান্ধায় ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন

চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ডিলারের জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জোড়গাছ বাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় সার ব্যবসায়ী মো. জাহেদুল ইসলামের ম্যানেজার মো. নুর আলমকে ২০ হাজার টাকা ও একই অপরাধে ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এসময় চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –