– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান ৯৯৯-এ ফোন করলেই সেবা দিচ্ছে পুলিশ: আইজিপি দূর্গাপূজা উপলক্ষে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা রংপুর মহানগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান পরিচালনা গাইবান্ধায় ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন

নাগেশ্বরীতে বজ্রপাতে এক যুবক নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২  

নাগেশ্বরীতে বজ্রপাতে এক যুবক নিহত                    
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে জিয়াউর রহমান (৩৮) নামে এক যুবক মারা গেছে। নিহত যুবক কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামের মৃত: নাদু শেখের ছেলে। এ ঘটনায় ওই গ্রামের আব্দুল গাড়িয়ালের ছেলে ওসমান গণি (৩৫) আহত হয়েছে। 

সোমবার বিকেল ৪টার দিকে ওই এলাকার বালাবাড়ী বিলে ঘটনাটি ঘটে।

ওই ওয়ার্ডে ইউপি সদস্য ফকরুল ইসলাম জানান, গ্রামের ৬-৭জনের একটি দল পাশর্^বর্তী বালাবাড়ী বিলে মাছ ধরতে যায়। বিকাল ৪টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় হঠাৎ তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যায়। এসময় আহত হয় ওসমান গণি। আহত ওসমান গণিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্ত্তুজা। তিনি আরো জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ওসমান গণি পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –