• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে ধানক্ষেতে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রামে ধানক্ষেতে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু                
কুড়িগ্রামে নানার বাড়ির পাশের ধানক্ষেতে জমের থাকা পানিতে পড়ে হামিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভরসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামিম উপজেলার বেলগাছা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হামিমকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেতে ভাসতে দেখেন তাকে। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামিমের নানা নিজাম উদ্দিন বলেন, ধানক্ষেতে কখন পড়েছে জানি না। আমার বাড়িতে বেড়াতে এসে কিছু দিন ধরে এখানে রয়েছে। পরে বিকেলে তাকে উত্তরকামার কবরস্থানে দাফন করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ধানক্ষেতের পানিতে পড়ে হামিমের নিহতের সত্যতা নিশ্চিত করছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –