• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পাউবি`র মহাপরিচালক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পাউবি'র মহাপরিচালক      
কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙন কবলিত এলাকা ও ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বজলুর রশিদ।

মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম অঞ্চল) মোহাম্মদ মিজানুর রহমান, উত্তর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভুইয়া, রংপুর সার্কেলের-১ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সদর উপজেলার ধরলা নদীর অববাহিকা মোগলবাসা ঘাটে তিস্তার চলমান নদী ভাঙনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বজলুর রশিদ জানান, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নিয়ে ভালো স্টাডি হয়েছে, এটি সরকারের বিবেচনায় রয়েছে। সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙন রোধে ১৩টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পের পাশাপাশি ভাঙন কবলিত এলাকায় আপদকালীন কাজও চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –