• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ                  
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)। শনিবার তাদের আটক করে রবিবার দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

ফারুক মিয়া ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারিকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –