• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার          
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। রবিবার প্রত্যাহারের শেষ দিনে বিকেলে তারা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

এর আগে জেলা পরিষদ নির্বাচনের জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাফর আলী জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন রাজারহাট উপজেলার ৫নং ওয়ার্ডে জিনাত রেহানা, ফুলবাড়ী উপজেলার ৩ নং ওয়ার্ডে মেহেদী হাসান, ১ নং ওয়ার্ডের শাহাজান সিরাজ এবং মহিলা সংরক্ষিত পদে ৩ নং ওয়ার্ডে ইদ্দত জাহান। কুড়িগ্রাম  জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করে।

চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মো. জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সেইসাথে এখন বৈধ মোট প্রার্থী দাঁড়ালো ৪৪ জনে। এর মধ্যে সদস্য পদে বৈধ প্রার্থী ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং ১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –