• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রানা, সম্পাদক মন্টু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রানা, সম্পাদক মন্টু            
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রথম অধিবেশন উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশন জেলার সার্কিট হাউসে দিবাগত রাত পর্যন্ত চলে।

সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সাবেক ছাত্র নেতা আহসান হাবীব রানাকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

এই দুই পদসহ উলিপুর উপজেলা আওয়ামী লীগের ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সহসভাপতি আজিজুল হক মুকুল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সহসভাপতি সাইদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবুসহ অন্যান্যরা।

এছাড়া বর্তমান কুড়িগ্রাম-১ (উলিপুর) আসনের এমপি অধ্যাপক এম এ মতিনকে সদস্য এবং নারী নেত্রী মতি শিউলিকেও সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –