– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রংপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে দুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূরুঙ্গামারী সীমা‌ন্ত দিয়ে `পথ ভুলে` ভারতীয় কিশো‌র বাংলাদেশে!

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

ভূরুঙ্গামারী সীমা‌ন্ত দিয়ে 'পথ ভুলে' ভারতীয় কিশো‌র বাংলাদেশে!               
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট স্থলবন্দর সীমা‌ন্তে 'পথ ভু‌লে' মোটরসাইকেলসহ এক ভারতীয় কিশোর বাংলা‌দেশে প্রবেশ ক‌রে‌ছে। ‌বিএসএফের মাধ্যমে বিষয়‌টি জানতে পে‌রে ওই কি‌শোর‌কে বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) সদস্যরা সোনাহাট ক্যাম্পে নি‌য়ে যায়। গতকাল বৃহস্প‌তিবার (১০ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘ‌টে।

কু‌ড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব্যাটা‌লিয়‌নের সহকারী প‌রিচালক ইউনুস এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, বিসএসএ‌ফের অনুরো‌ধে ওই কি‌শোর‌কে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

আটক কি‌শো‌রের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের ছেলে ব‌লে বিএসএফের বরাতে নি‌শ্চিত হ‌য়ে‌ছে বি‌জি‌বি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকালে বঙ্গসোনাহাট স্থলবন্দর এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর কাছ দি‌য়ে ভারত থে‌কে সোনাহাট স্থলবন্দরে প্রবেশের একটি গেট খোলা পেয়ে ভারতীয় কি‌শোর সায়েদ মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই‌ কিশোর নি‌খোঁজ হওয়ার খবরে বিএসএফ তাদের সিসি ক‍্যামেরার ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে তার বাংলাদে‌শে প্রবেশের বিষয়‌টি বিজিবি সোনাহাট ক‍্যাম্পকে অবহিত করে। স্থলবন্দর সং‌শ্লিষ্ট ভারতীয় ব‍্যবসায়ীরাও ‌সোনাহাট স্থলবন্দরের ক‌য়েকজন বাংলা‌দে‌শি ব‍্যবসায়ীকে বিষয়টি অবহিত করে। এ খবর জানতে পেরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই কিশোরকে উদ্ধার করে বিজিবি সোনাহাট ক‍্যাম্পে সোপর্দ করে।

বি‌জি‌বি ২২ ব্যাটা‌লিয়‌নের সহকারী প‌রিচালক ইউনুস বলেন, ওই কিশোর তার এক আত্মীয়ের বা‌ড়ি‌তে যাওয়ার সময় ভুলবশত সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিএসএ‌ফের পক্ষ থেকে নি‌শ্চিত করা হয়েছে। বিএসএফ তাকে ফেরত দেওয়ার অনুরোধ কর‌লে ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নির্দেশে ওই কিশোরকে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ওই কিশোর বি‌জি‌বি সোনাহাট ক্যাম্পে অবস্থান কর‌ছিল ব‌লে জানা গে‌ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –