• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু আজ  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু আজ                                 
কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফজরের নামাজের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী এ ইজতেমা ও মাহফিলের কার্যক্রম শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবারও কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনের এ ইজতেমা শুরু হবে।

জানা গেছে, বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকাল থেকে ২৪ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

ইজতেমাকে ঘিরে জেলার ৯টি উপজেলার শতাধিক মুজাহিদ কমিটি সদস্যগণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন জেলার বিভিন্ন প্রান্তর থেকে ইজতেমা মাঠে আসা শুরু করেছেন। এছাড়া ইজতেমাকে ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে রকমারি ব্যবসায়ীগণ অস্থায়ী দোকান পাট খোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। গত বছর করোনার কারণে মুসল্লীদের উপস্থিতি কম থাকলেও এবারে লক্ষাধিক মুসল্লীর সমাগম হবে বলে জানিয়েছেন ইজতেমা এন্তাজিয়া কমিটি।

কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইজতেমা এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন খান আলমগীর জানান, তিন দিনব্যাপী মিনি ইজতেমায় মুজাহিদ কমিটির আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীম উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। এছাড়াও দেশ বরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় নছিয়ত পেশ করবেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেন্ডেল তৈরিসহ যাবতীয় প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা মাহফিলে সামাজিক ও ধর্মীয় কটূক্তি ছাড়া ওয়াজ মাহফিল যেন শেষ হয়। কেননা, আমরা ধর্মীয় ওয়াজ মাহফিল করতে বাধা বা নিষেধ করতে পারি না। যাতে সুষ্ঠুভাবে ইজতেমা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –