• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নাগেশ্বরীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে বাবা-ছেলে আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

নাগেশ্বরীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে বাবা-ছেলে আটক                 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটক মাহাবুর রহমান (৪৮) উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের নামারচর এলাকার আব্দুল মালেকের ছেলে। আশরাফুল ইসলাম (১৯) মাহাবুরের ছেলে। সোমবার বিকেলে তাদের বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার তদন্ত ওসি আবদুল্লাহ আল মামুন ফোর্স নিয়ে মাহাবুরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির  আঙিনায় লাগানো একটি গাঁজার গাছ কেটে বাবা মাহাবুর ও ছেলে আশরাফুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গাঁজার গাছটির ওজন ছিলো ১০ কেজি ৪শত গ্রাম।

কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –