• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

রাস্তা ছেড়ে ঘরে ট্রাক, চাপা দিয়ে মারল ঘুমন্ত শিশুকে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

রোববার রাত তখন ১০টা। ওই সময় ঘরেই ঘুমাচ্ছিলেন ১০ বছরের মুসা। তখন গাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরে ঢুকে ওই শিশুকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। 

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলায় সদরের যাত্রাপুর ইউপির সামনে। নিহত শিশু সদরের যাত্রাপুর ইউপির নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার রাতে গাছবোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউপি থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউপির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের ওপর উঠে যায়। এ সময় ওই ঘরেই ঘুমন্ত শিশু মুসাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। 

সদরের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, একটি গাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সামনে একটি ঘরের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলে থাকা এক শিশুর মৃত্যু হয়। 

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –