• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে ৩ গুণী শিক্ষককে সম্মাননা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে ৩ গুণী শিক্ষককে সম্মাননা                              
কুড়িগ্রামে কালের কণ্ঠ'র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া কেক কাটা, আলোচনা, সংগীতানুষ্ঠান, সংবাদ প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল। প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। শুভসংঘের জেলা সভাপতি খন্দকার খায়রুল আনমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক শফি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক। 

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ মো. সৈয়দ আলী পাটওয়ারী, কুড়িগ্রাম সদরের নেফারদরগা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনবন্ধু রায় ও চান্দের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান সরকার।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –