• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের তান্ডব   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের তান্ডব                              
উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের তান্ডব। অতিরিক্ত ঠান্ডায়  কাবু উত্তরের এ জনপদ। গত তিনদিন ধরে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৮দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে হেড লাইট জ্বালিয়ে সড়কগুলোতে চলছে যানবাহন । ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। রেহাই পাচ্ছে না পশু-পাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ।আসন্ন বোরো মৌসুমকে ঘিরে কৃষকের মাথায় চিন্তার ভাঁজ। কারন ঘন কুয়াশার কারনে কোথাও কোথাও বোরো বীজতলায় হিম পড়ে হলদে বর্ণসহ কুকড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

তবে জেলা কৃষি সম্প্রৃসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বোরো বীজতলার কোন ক্ষতি হবেনা বলে জানান। তিনি জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। যে সকল কৃষক পরামর্শ অনুযায়ী কাজ করছেন না বীজতলা প্লাষ্টিক দিয়ে ঢেকে দিচ্ছেন না তাদের বীজের সমস্যা হতে পারে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –