• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত           

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত                                  
কুড়িগ্রামে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ অবস্থায় গত এক সপ্তাহ ধরে কখনও মাঝারি আবার কখনও মৃদু ধরনের শৈত্য প্রবাহ এ জেলায় বিরাজ করছে। প্রতিদিন ঘন কুয়াশা ও  তীব্র ঠান্ডার প্রকোপ কমছে না। 

রাতভার টিপটিপ করে বৃষ্টির মত কুয়াশা পড়ে। সকাল পেরিয়ে গেলেও সুর্যের মুখ দেখা যায়না। ফলে গোটা এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বিপাকে রয়েছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ।প্রচন্ড ঠান্ডায় গবাদি পশুগুলোরও কষ্ট বেড়েছে।এদিকে, টানা শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় কৃষকদের বোরো বীজতলার কোথাও কোথাও হলুদ বর্ণ ও কুকড়ে যাচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –