• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

১ টাকায় ভরপেট খাবার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে মাত্র এক টাকায় একবেলা আহারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিনব্যাপী এ আয়োজনে ৫০০ লোকের খাওয়ার আয়োজন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে এ আহারের আয়োজন করা হয়।

এক টাকায় ভরপেট খাবার খেয়ে সত্তোরোর্ধ্ব জরিনা বেওয়া বলেন, এক টাকায় আজ মন ভরে খেতে পারলাম। আমার বয়সে এমন করে কখনো খেতে পারিনি। ভাত মাছ মাংসসহ ১২ প্রকারের খাবার ছিল। খেয়ে খুব শান্তি পেলাম।

খেতে আসা রমিজুল ইসলাম বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের জন্য গত মাসে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করেছিল। আজ এক টাকায় বিভিন্ন রকমের খাবারের স্বাদ পেলাম। বাইরে হোটেলে এগুলো খেতে ২৫০ থেকে ৩০০ টাকা লাগতো। এখানে এক টাকায় খেতে পারলাম।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিউনিকেশন সালমান খান ইয়াসির বলেন, কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় হজরত আয়েশা (রা:) এতিমখানা নির্মাণ করা হয়েছে। এ এতিম খানায় শতাধিক মেয়ে বিনামূল্যে থাকতে পারবে। গরিব অসহায় পরিবারগুলো যাতে একটু পুষ্টিযুক্ত খাবার খেতে পায় সেজন্য এ খাবারের আয়োজন করা হয়। এছাড়া টাকা দিয়ে কিনে মানুষ যে আনন্দ পায় সেটা ত্রাণ দিলে পায় না। সেজন্য স্বল্প মূল্যে তারা যেন কেনাকাটার আনন্দ উপলব্ধি করার পাশাপাশি এক টাকায় একবেলা আহারের ব্যবস্থা করা হলো। সপ্তাহে দুইদিন একবেলা আহারের আয়োজন হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –