• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে ৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি রাজারহাট উপজেলার ছিনাই এলাকায়। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন। 

জেলা পুলিশ জানায়, রোববার (২৯ জানুয়ারি) দিবাগত ভোরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় জেলা সদরের ত্রিমোহনী এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুড়িগ্রামের একটি দল। পরে সোমবার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, মাদক ব্যবসায়ী বিশেষ পোশাক তৈরি করে তার ভেতর ফেনসিডিল ফিটিং করে ঢাকায় পরিবহনের চেষ্টা করেছিলেন, যা পরবর্তীতে ডিবি কুড়িগ্রামের সফল অভিযানে ব্যর্থ হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –