• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক                              
ইরি-বোরো ধান লাগানোর মৌসুম চলছে। তাই শীতের তীব্রতা উপেক্ষা করেই ইরি-বোরো লাগাতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। জমিতে হাল চাষ, সেচ দেওয়াসহ নানা কাজে ব্যস্ত তারা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এবার জেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করছি। জমিতে সেচ দেওয়া, চাষ করা ও জমিতে বোরো ধান চারা রোপণ করতেই সময় কাটছে আমার।

কৃষক নুর ইসলাম বলেন, বোরোর ভরা মৌসুমে বোরো ধান চাষ করাটাই এখন জরুরী। এটাকেই গুরুত্ব দিয়ে সময় পার হচ্ছে আমার। এবার সাড়ে ৪ বিঘা জমিতে বোরো চাষ করছি।

দিনমজুর আব্দুল মিয়া জানান, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান চারা রোপণ করে প্রতিদিন আয় করছি ৫০০-১০০০ টাকা।

জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে  বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে গতকাল সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯২০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –