• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

উলিপুরে ৪০ পরিবারকে রমজান মাসের খাদ্যসামগ্রী প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

কুড়িগ্রামের উলিপুরে ৪০ পরিবারকে পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী দিয়েছেন ‍‍`ইউনিভার্সাল এমিটি‍‍` নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সুজি, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা, মসলা, ধোনিয়া, আদা, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি, গুঁড়ো দুধ, খেজুর, অরেঞ্জ ড্রিংক পাউডার, সাবান, ডিটারজেন্ট পাউডার ও মসলা সম্বলিত একটি প্যাকেজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ইউনিভার্সাল এমিটি‍‍`র প্রোগ্রাম সমন্বয়ক মেহেদি হাসান দূর্জয়, রেজাউল করিম রেজা, মো. জাহাঙ্গীর, চাদনি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা মেরি প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –