• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে প্রথম দিনে বৈকালিক সেবা পেলেন ১০ রোগী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

কুড়িগ্রাম সদর হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন বাদে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভার্চুয়ালি কুড়িগ্রামসহ দেশের ১০টি জেলার ২০টি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কুড়িগ্রামে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহিনুর রহমান সরদার প্রমুখ।

চিকিৎসাসেবা নিতে আসা খুকি বালা বলেন, ‘আগে বাইরের ক্লিনিক ডাক্তার দেখাতাম। এখন জানতে পারলাম সদর হাসপাতালে কম খরচে ডাক্তার দেখানো যায়। ৩০০ টাকা ভিজিটে সেবা পেলাম। এটা অনেক ভালো উদ্যোগ।’

সেবাদানকারী চিকিৎসক মঈনউদ্দীন বলেন, বিশ্বে এ প্র্যাকটিস চালু আছে। আমাদের কুড়িগ্রামে আজ থেকে চালু হলো। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি কম খরচে চিকিৎসাসেবা নিতে পারবেন রোগীরা।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ বলেন, বাইরে চিকিৎসা নিতে গেলে অনেক টাকা খরচ পড়ে। সে তুলনায় সদর হাসপাতালে ৩০০ টাকা ভিজিট ফি ও বিভিন্ন টেস্টের ক্ষেত্রে শুধু সরকারি ফি জমা দিয়ে স্বাস্থ্যসেবা নেওয়া সম্ভব। প্রথম দিন ১০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে।প্রতিদিন গড়ে ১৫-২০ জন রোগী বৈকালিক স্বাস্থ্যসেবা পাবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –