• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

উলিপুরে গলায় খেজুর আটকে নিথর হলো শিশু মনজিল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গলায় খেজুর আটকে মনজিল মিয়া নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার নন্দু নেফরা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মনজিল মিয়া উপজেলার একই এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল।

জানা যায়, শুক্রবার বিকেলে খেজুর খাওয়ার সময় মনজিলের গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা প্রথমে মনজিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। মনজিল কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে রোববার সকালে মনজিলের গলায় ব্যথা হয়। পরে পরিবারের সদস্যরা মনজিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন জানান, ঐ শিশুকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –