• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

মসজিদে নামাজ পড়ে এসে অটোরিকশা না পেয়ে কাঁদছেন আল আমিন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

 
অটোরিকশা চালক আল আমিন। তার একার উপার্জনে কোনোরকমে চলে সাতজনের খরচ। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রামে পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের পাশে অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন নির্ধারিত স্থানে অটোরিকশাটি নেই। চারদিকে খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি না পেয়ে নির্বাক হয়ে পড়েন তিনি। একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে হাউমাউ করে কাঁদছেন আল আমিন।
আল আমিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামের গহুর উদ্দিনের ছেলে। 

জানা গেছে, আল আমিন প্রতিদিন কুড়িগ্রাম জেলা শহরে এসে অটোরিকশা চালান। শনিবার বিকেলে পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদে আসরের নামাজ পড়ে এসে দেখেন, তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে পুলিশি সহযোগিতার জন্য তাকে থানায় নিয়ে যান তারা।

 কাঁদতে কাঁদতে আল আমিন বলেন, ভাই, দয়া করে আমার অটোরিকশাটা এনে দেন। আমার মতো অসহায় এই দুনিয়ায় আর কেউ নাই। আমি গরিব মানুষ। এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনছি। প্রতি সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা কিস্তি দিতে হয়। আমার পরিবারে সাত সদস্য। আমি এ অটোরিকশা চালিয়ে সংসার চালাই। দয়া করেন ভাই। 

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, স্থানীয় কয়েক ব্যক্তি অটোরিকশাচালক আল আমিনকে থানায় নিয়ে আসেন। তার মুখে ঘটনাটি শুনেছি। আমাদের এক কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –