• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

খিরাই নদীতে ধরা পড়লো সাগরের ‘ইলফিশ’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

 
কুড়িগ্রামে একটি সামুদ্রিক ইলফিশ ধরা পড়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে খিরাই নদীর চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

চার কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে শিকারি মো. ফারুক হোসেনের বাড়িতে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। সকালে তাদের জালে ইলফিশ নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমান।

মাছ শিকারি মো. ফারুক হোসেন বলেন, এ রকম মাছ জীবনে দেখেনি। মাছটি সকালে খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজখবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় দেখা যায়। কোনো কারণে হয়তো এখানে চলে এসেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –