• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

রৌমারী ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান খানের অফিসিয়াল নম্বর ক্লোন করে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ নিয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি হচ্ছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইউএনও নাহিদ হাসান খান।

জানা গেছে, ইউএনও নাহিদ হাসান খানের অফিসিয়াল নম্বর ক্লোন করে একটি চক্র প্রকল্প দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করে। পরে বিষয়টি ইউএনওর নজরে আসে। তাৎক্ষণিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নম্বর ক্লোনের বিষয়টি তুলে ধরেন।

ইউএনও নাহিদ হাসান খান বলেন, আমার কাছে থাকা সরকারি নম্বর ক্লোন করে একটি চক্র জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –