– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার ১৬টি নদ নদীর মধ্যে প্রধান তিস্তা, ধরলা, দুধকুমার নদীসহ ব্রহ্মপুত্র নদের পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর নদনদীর পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 

জেলার নদী তীরবর্তী অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে নদ-নদীর এসব ভাঙন চলছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫টি স্থানে ৭৮০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্র জানায়, চলতি বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার ২৮০টি পরিবারের প্রায় ২০ হাজার মানুষ। আর বন্যায় নিমজ্জিত রয়েছে জেলায় আমন, সবজিসহ প্রায় ৫ হাজার ৬৮৩ হেক্টর আবাদি জমির ফসল। পানি দ্রুত সরে গেলে হয়ত এসব সবজিসহ ফসল রক্ষা হতে পারে বলে কৃষিবিভাগের প্রত্যাশা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –