– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

কুড়িগ্রামে জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩  

 
জাতীয় শ্রমিকলীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আয়োজনে শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায়  কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলী কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলী কুড়িগ্রাম জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান রাসেল। এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অসীম কুমার, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

বর্ধিত সভায় জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডে নতুন কমিটি গঠনের নির্দেশনা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আঃলীগের সকল কর্মকান্ড/কর্মসূচিতে শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণের আহব্বান জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –