• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে একদিনে গ্রেফতার ১৬

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে চারজন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাজারহাট থানায় একজন, উলিপুর থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন আসামিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় দুইজন, রৌমারী থানায় একজন, নিয়মিত মামলায় সাতজন, সাজা জিআর ওয়ারেন্ট মুলে সদর থানায় একজনসহ মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –