• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে নদী বৈঠক অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর সাথে নদী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্রহ্মপূত্র নৌঘাটে নদী বৈঠক আয়োজন করে বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজ্জাকুল ইসলাম, আরডিআরএস’র ইমারজেন্সী এন্ড হিউম্যান্টেরিয়ান রেসপন্স প্রকল্পের সমন্বয়কারী তপন কুমার সাহা, প্রকল্প কর্মকর্তা এবিএম হাসানুল কবির, মাসুদ রানা, স্বপন কুমার প্রমুখ।

ভারত-বাংলাদেশ ও নেপাল দিয়ে প্রবাহিত গঙ্গা, ব্রহ্মপূত্র ও মেঘনা নদী অববাহিকায় বসবাস করা সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সঠিক পানি ব্যবস্থাপনা করা এবং এ সংক্রান্ত দুর্বলতাগুলো চিহ্নত করে একটি টেকসই ও সবার জন্য গ্রহনযোগ্য সমাধানের পথগুলো বের করতে স্থানীয় জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিতে এই নদী বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নদী ব্যবস্থাপনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও নদী অববাহিকার উপর নির্ভরশীল স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী বছরের পর বছর ধরে নদী বিষয়ক সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সবসময় বিচ্ছিন্ন থাকে। তাদেরকে সকল সিদ্ধান্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত করা গেলে সবচেয়ে টেকসই পানি নীতি গ্রহন করা সম্ভব।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –