• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

হারিয়ে যাওয়ার ৫ মাস পর বাড়ি ফিরলেন বৃদ্ধা মা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

 
বৃদ্ধা আছিয়া বেগম পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়ি ফেরেনি। কারণ তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন। অবশেষে রোববার ঐ বৃদ্ধা মাকে স্বজনদের হাতে তুলে দেয় পুলিশ।

বৃদ্ধা আছিয়া বেগমের বাড়ি কুড়িগ্রাম শহরের সরদারপাড়া এলাকায়।

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম পাঁচ মাস আগে হারিয়ে যান। পরে তাকে খুলনার সোনাডাঙ্গা থানার পুলিশ ২০ সেপ্টেম্বর উদ্ধার করে। নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তিনি শুধু জানান, তার নাম আছিয়া। বাড়ি কুড়িগ্রামে। এর বেশি কিছু বলতে পারেননি তিনি।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, হারিয়ে যাওয়া বৃদ্ধা আছিয়া বেগমকে তার ছোট বোন রুপালি বেগমের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –