• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ভূরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির পাহাড়ি শকুন উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বিপন্ন প্রজাতির এক পাহাড়ি শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে শকুনটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেছে এলাকাবাসী।

জানাযায়, রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের জনৈক মাইনুল ইসলাম সুজন ডিপেরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ শকুনটি উড়ে এসে তার মোটর সাইকেলের সামনে পড়ে। পরে তিনি মোটরসাইকেল থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় শকুনটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে থেকে লোক ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামিমা আক্তার জানান, স্থানীয় এলাকাবাসী একটি শকুন উদ্ধার করেছে এই খবর শুনে লোক পাঠিয়ে শকুনটি উদ্ধার করে প্রাণীসম্পদ দপ্তরে নিয়ে আসা হয়েছে। শকুনটিকে দেখে অসুস্থ মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –