• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

১২ বছর পর পুলিশের জালে ইউপি চেয়ারম‌্যান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

চোরাচালা‌নের অভি‌যো‌গে বি‌শেষ ক্ষমতা আইনের মামলায় কু‌ড়িগ্রা‌মের চর রা‌জিবপুর উপ‌জেলার রা‌জিবপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (১২ জুন) দুপু‌রে তা‌কে গ্রেফতার করা হয়। রা‌জিবপুর থানার ওসি আশিকুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ওসি জানান, চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে ২০১২ সা‌লে বি‌শেষ ক্ষমতা আইনে করা মামলায় আদালত কর্তৃক গ্রেফতা‌রি প‌রোয়ানা ছিল। বুধবার দুপুরে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

অভিযোগ প্রস‌ঙ্গে ওসি ব‌লেন, ‘১২ বছর আগে অর্থাৎ ২০১২ সা‌লে বর্ডারহাট এলাকায় পণ‌্য চোরাচালানের অভি‌যো‌গে তার বিরু‌দ্ধে মামলা হ‌য়ে‌ছিল।’

প্রসঙ্গত, মিরন মো. ইলিয়াস উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব। তি‌নি বর্তমান মেয়া‌দে সদর ইউনিয়‌নের চেয়ারম‌্যান নির্বা‌চিত হন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –