• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

রৌমারীতে চিতাবাঘের বাচ্চা উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

কুড়িগ্রামের রৌমারীতে আটকের ৬ দিন পর একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুন) বন বিভাগের কর্মকর্তারা বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে।

এর আগে রবিবার (১৬ জুন) রাতে চিতাবাঘের বাচ্চাটি উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী আরএস ফ্যাশন এ ঢুকে পড়েছিল। বাচ্চাটির মা চিতাবাঘ এলাকায় থাকতে পারে বলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় আব্দুস সালাম মিয়া বলেন, পার্শ্ববর্তী ভারতের আসাম প্রদেশের মানকারচর পাহাড় থেকে বন্যার পানির স্রোতে চিতাবাঘের বাচ্চাটি বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে গভীর রাতে একটি দোকানে ঢুকে। পরে দোকান মালিক উপজেলার সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলামের বাড়িতে একটি খাচায় আটকে রাখা হয়।

কর্তিমারী আরএস ফ্যাশন এর মালিক রাসেল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে তার দোকানে চিতাবাঘের বাচ্চাটি প্রবেশ করে। প্রথমে তিনি মনে করেন সেটি বিড়াল। কিন্তু ভালো করে দেখেন চিতাবাঘের বাচ্চা। পরে পাটের চট দিয়ে বাচ্চাটিকে ধরে খাচায় আটকে রাখেন তিনি।

রৌমারী বনবিভাগের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, ‘গ্রামে একটি চিতাবাঘের বাচ্চা ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বাচ্চাটিকে উদ্ধার করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, বিষয়টি বনবিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –