• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

কোমর পানিতে বানভাসিদের ঘরে খাদ্য সামগ্রী নিয়ে বিজিবি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

কুড়িগ্রামে বানভাসিদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যরা। জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়াসহ কয়েকটি চরে বানভাসিদের সহায়তায় বিজিবির কর্মকর্তাসহ সদস্যরা কোমর পানিতে ভিজে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় প্যাকেটে বিশুদ্ধ পানি, মুড়ি, চিনি, চিড়া ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়। এমন দুর্যোগকালীন ২৫০টি পরিবার বিজিবির খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকায় কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি জানার পর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টামাত্র আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবির অ্যাডজুটেন্ট এডি মো. ইউনুছ আলী, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির বিজিবি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –