• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

কমিটি বাণিজ্য, বিএনপিতে তীব্র উত্তেজনা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

রাজনৈতিক কোনো ইস্যু নেই, আন্দোলন করার শক্তিও নেই বিএনপির। এ রকম নিস্তব্ধ-নিথর দলটির ভেতরে ভেতরে উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং এ উত্তাপের মূল কারণ কমিটি বাণিজ্য।

বিভিন্ন জেলা-উপজেলায়, এমনকি ঢাকা মহানগরীতেও কমিটির জন্য অবাধে টাকা লেনদেন হচ্ছে। আর এসব টাকা লেনদেন হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নামে। 

কেউ কেউ দাবি করেছেন, তারা সরাসরি তারেক জিয়াকে টাকা দিয়েছেন, টাকা দিয়েও তারা কমিটিতে স্থান পাননি। সাম্প্রতিক সময়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে ঢাকা মহানগরী কমিটি নিয়ে। ঢাকা মহানগরী কমিটির পুনর্বিন্যাস করা হবে, দীর্ঘদিন ধরে এমন কথাবার্তা হচ্ছিল। কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি।

ঢাকা মহানগরের কমিটির ক্ষেত্রে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন ও দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাদ দেওয়া হয়েছে। বিপরীতে যারা টাকা-পয়সা দিতে পারছেন, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এসব বাণিজ্য সরাসরি করছেন তারেক জিয়া।

শুধু ঢাকা মহানগরীর কমিটি নয় বরং সারাদেশে, এমনকি অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে এবং এ অভিযোগগুলো উঠেছে তারেক জিয়ার বিরুদ্ধে। শুধু তারেক জিয়া একা নয়, বিএনপির আরো কয়েকজন নেতাও কমিটি বাণিজ্যের সঙ্গে যুক্ত।

এ কমিটি বাণিজ্যে একই পদের বিপরীতে তিন-চারজনের কাছ থেকে টাকা নিয়েছেন তারা। আর এর ফলে বিএনপিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের নেতাকর্মীরা তারেক জিয়ার এ রকম অর্থলিপ্সায় হতবাক হয়েছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –