• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিএনপির ‘একলা চলো নীতিতে’ ক্ষুব্ধ শরিকেরা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

২০ দলীয় জোট নিয়ে দিন দিন বিএনপির ওপর শরিকদের ক্ষোভ বেড়েই চলছে। বিএনপির একলা চলো নীতির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শরিকেরা।

তাদের দাবি, একাদশ জাতীয় নির্বাচনের পর সংসদে যাওয়া, বিভিন্ন কর্মসূচি, উপ-নির্বাচনে যাওয়া, আবার পরে বর্জনসহ নানা ইস্যুতে শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া আড়াই বছরে মাত্র কয়েকটি বৈঠক করেছে।

রাজনৈতিকভাবে শরিকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ২০ দলীয় জোট রাখবে কিনা- বিএনপির কাছে জানতেও চেয়েছেন শরিকদের কেউ কেউ। এমন পরিস্থিতি চলতে থাকলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতো আরো কয়েকটি দল জোট ছাড়তে পারে।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বলেন, ২০ দলীয় জোটে কোনো টানাপোড়েন নেই। অন্য দলে যাওয়ার জন্য তারা এমন মন্তব্য করে জোট ভাঙার চেষ্টা চালাচ্ছে। জোটের শরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা চলছে। কিন্তু জোটের নেতাকর্মীরা যোগাযোগ করতে চাচ্ছে না।

এ প্রসঙ্গে জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে তাদের বিরুদ্ধে জনগণকে উসকানি দিচ্ছে বিএনপি। বর্তমান করোনা মহামারিতে আমাদের উচিত সরকারের সঙ্গে মিলে কাজ করা। তবে বিএনপি তার উল্টোটা করছে। তারা প্রকৃত রাজনীতিতেই এখন নেই। এছাড়া আন্দোলন গড়ে তুলতে বিএনপি একাধিকবার বলেছে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায়। সে ক্ষেত্রে বিদ্যমান ঐক্য তো ভেঙে যাচ্ছে। তারা যদি বিদ্যমান ঐক্য রক্ষা করতে না চায়, অথবা না পারে তাহলে আগামী দিনের বৃহত্তর ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব পড়াটাই খুব স্বাভাবিক। আমরা বৃহত্তর ঐক্যে বিশ্বাস করি।

তিনি আরো বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমরা জোট ত্যাগ করে সরকারি পক্ষে বা আনুকূল্যে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। এটি করেছিলাম ২০ দলীয় জোটে থাকবো বলেই। কিন্তু সেই ত্যাগ স্বীকারের মূল্যায়ন হলো কি হলো না- তা আমাদের জানা দরকার।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –