• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘প্রধানমন্ত্রীর উন্নয়নের মানদণ্ড রক্ষার যোগ্যতাও বিএনপির নেই’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

‘প্রধানমন্ত্রীর উন্নয়নের মানদণ্ড রক্ষার যোগ্যতাও বিএনপির নেই’         
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মানদণ্ড রক্ষা করার যোগ্যতাও বিএনপির নেই। তারা ষড়যন্ত্র, হত্যা, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। এটাই তাদের ঐতিহাসিক চরিত্র। দেশের মানুষকে উন্নয়ন দিতে পারবে না বিএনপি। সে যোগ্যতাও তাদের নেই।

২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত যুবলীগের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

পরশ বলেন, ‘তারেক রহমান আন্দোলনের নামে তার দলের কর্মীদের বিভ্রান্ত করছেন। নিজে নিরাপদে বসে থেকে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। প্রকৃত নেতা হলে আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে থাকা উচিৎ তার’।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যুবলীগকে মাঠে ময়দানে গিয়ে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করতে হবে। আর এভাবেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’। 

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও খুলনা জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –