• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধুর হত্যাকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে: শেখ সেলিম

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

বঙ্গবন্ধুর হত্যাকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে: শেখ সেলিম                 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে একদিন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা এ ষড়যন্ত্র করেছিল তারা এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে।

রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, শেখ পরিবার যেন বাংলাদেশে আর কোনোদিন কথা বলতে না পারে সেজন্য শেখ মুজিবকে সপরিবারে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানাকে তারা হত্যা করতে পারেনি। আজ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই শেখ পরিবারের সদস্য তাপস সিটি কর্পোরেশনের মেয়র, শেখ পরশ এখন যুবলীগের চেয়ারম্যান।

তিনি আরো বলেন, চে গুয়েভারাকে যেমন বিপ্লবের, কমিউনিস্ট সংগ্রামের অন্যতম নেতা বলা হয়, তেমনি শেখ ফজলুল হক মনি বাংলাদেশের বিপ্লবের, সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন। বাংলাদেশের চে গুয়েভারা ছিলেন তিনি। শেখ মনি শুধু সংগ্রামে নেতৃত্বই দেননি, একজন থিংক ট্যাংকও ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা আসনের এমপি জিন্নাতুল বাকিয়া প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –