• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিএনপির আন্দোলন পুরাতন গাড়ি ঘষামাজার মতো: তথ্যমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

বিএনপির আন্দোলন পুরাতন গাড়ি ঘষামাজার মতো: তথ্যমন্ত্রী                  
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ক’দিন পর পর আন্দোলন পুরাতন গাড়ি মাঝে মাঝে ঘষামাজার মতো। আওয়ামী লীগের কর্মসূচিতে লাখ লাখ নেতাকর্মী মাঠে নামায় বিএনপি ভয় পেয়েছে।

বুধবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। আজ বিএনপির যারা বড় বড় নেতা হয়েছেন, তারা আসলে রাজনৈতিক কাক। যেসব নেতা বড় বড় কথা বলছেন, তারা ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য বিএনপিতে গেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে তা সারা বিশ্বের কাছে স্বীকৃত। চারপাশে তাকালেই বোঝা যায়, দেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। কিন্তু বিএনপি মানুষের ভালো দেখতে পারে না। এ কারণে তারা গুজব-অপপ্রচারে মেতে থাকে। 

ড. হাছান মাহমুদ বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে সেই জাতির মৌলিক সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। আজকের প্রেক্ষাপটে সমাজকে এগিয়ে নিতে হলে সারাদেশে সাংস্কৃতিক আন্দোলন দরকার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –