• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরের বাইকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, প্রাণ গেল আরোহীর

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২  

সৈয়দপুরের বাইকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, প্রাণ গেল আরোহীর            
নীলফামারীর সৈয়দপুরের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাস একটি খাদে পড়ে মোকছেদুল হক নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ১৩ যাত্রী। তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের মিস্ত্রিপাড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল হক উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় এমবিবি নামক ভাটার মালিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম।

তিনি বলেন, মোকছেদুলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক বা হেলপারকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহত যাত্রী সুজন রায় জানান, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –